গাজীপুরের শ্রীপুরে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টায় শ্রীপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কেওয়া পশ্চিম খন্ড গ্রামের দারগার চালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শ্রীপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শামসুল আলম প্রধান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাফিউদ্দিন মোড়ল, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক এড. হারুন আর রশিদ ফরিদ, গাজীপুর জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আমির হামজা, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ লুৎফুন্নাহার মেজবাহ্, তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ বাতেন সরকার, গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন ভূইয়া, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মোড়ল প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মোঃ আতিকুর রহমান জুয়েল, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আলম ভাঙ্গী, জেলা যুবলীগ নেতা মোঃ শহিদুল্লাহ সরদার প্রমুখ।
অনুষ্ঠান শেষে ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের যে সকল সদস্য শাহাদাৎবরণ করেছেন এবং ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় যারা নিহত হয়েছেন তাদের সকলের রোহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএ