গ্রেনেড হামলার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কোর্ট চত্তর এলাকায় এসে সমাবেশ করে। এর আগে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাড্ গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা পিপি আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, অ্যাড্ বাদরুল ইসলাম খান বাবলু, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদ জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ