নিখোঁজের পর দিনাজপুর সদরের পরিত্যক্ত ঘর থেকে ইসরাফিল হোসেন রুবেল নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১০টার দিকে দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের রাজারামপুর গ্রামের পরিত্যক্ত ঘর থেকে লাশ উদ্ধার করা হয়।
মৃত যুবক ইসরাফিল হোসেন রুবেল (২৫) দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের রাজারামপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম সাংবাদিকদের জানান, রবিবার সকালে স্থানীয় একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে লাশ পাওয়া গেছে বলে জানায়। পরে ওই গ্রামেরই একটি পরিত্যক্ত ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবার জানায়, গত শুক্রবার বিকাল থেকে সে নিখোঁজ ছিলেন। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/এএ