সিরাজগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদৎবার্ষিকী থেকে শুরু করে ২১ আগষ্ট পর্যন্ত চলমান ছিলো অসহায়-দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। রবিবার সকালে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নর্থ ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানী (নেসকো) এর পক্ষ থেকে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তৈল, লবন, আলু, পিয়াজ, চিনি ও স্যালাইন। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনির হোসেন, নর্থ ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানীর ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী শ্যামল কুমার দাস সহ নেসকো এর সকল কর্মকর্তা-কর্মচারী।
১৫ আগষ্ট থেকে শুরু করে ২১ আগষ্ট পর্যন্ত ৬ দিনে মোট পাঁচ হাজার দুঃস্থ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএ