বগুড়ার শেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কোরবান আলী (৪৫) নামের এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই মোটরসাইকেল আরোহী। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নিহত কোরবান আলী উপজেলার সুঘাট ইউনিয়নের হলদিবাড়ী গ্রামের হারেজ উদ্দীনের ছেলে। এছাড়া দুর্ঘটনায় আহতরা হলেন- একই এলাকার রাফী হায়দার আলী ও মো. জিন্নাহ মিয়া।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার বিকেলে উপজেলার আটাপাড়া আমতলা এলাকা থেকে কোরবান আলী ও রাফী হায়দার মোটরসাইকেল যোগে স্থানীয় ছোনকা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে সুঘাট ফকিরপাড়া নামক পৌঁছালে বিপরীতমুখি আরেকটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন। এরমধ্যে গুরুতর আহত শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কোরবান আলীকে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তার অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কোরবান আলী মারা যান।
শেরপুর থানার উপ-পরিদর্শক (উপ-পরিদর্শক) আব্দুস সালাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম