২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ, শহীদ ও আহতদের স্মরণে নীলফামারীতে শোক র্যালিসহ বিক্ষোভ সমাবেশ করেছে পৌর আওয়ামী লীগ। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোক র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
কর্মসূচিতে জেলা, সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন। বিক্ষোভ সমাবেশে পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ,সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম