২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুস সবুর, সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক যোগেন রায়, ওয়াজ কুরুনী, জেলা আওয়ামী লীগের সদস্য সরকার গোলাম ফারুখ, সাংগঠনিক সম্পাদক আছমত আবা আছমা ও ফারুখ আহামেদ বকুল।
আরও বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, সরকারি নাজমুল স্মৃতি কলেজের সাবেক ভিপি তেওহিদুল ইসলাম খোকন ও উপজেলা প্রতিরোধ কমিটির সভাপতি ফজলুল হক ফজল প্রমুখ। আলোচনা শেষে নিহতদের স্মরণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/এমআই