নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য (এমপি) শহিদুল ইসলাম বকুল অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। রবিবার দুপুরে উচ্চ রক্তচাপ ও গ্যাস্ট্রিকজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।
সাংসদ বকুলের একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, তিনি উচ্চ রক্তচাপে ভুগছিলেন। গত শনিবার লালপুরে আড়বাব ইউনিয়নে রাস্তা উদ্বোধনের অনুষ্ঠান চলাকালীন উচ্চ রক্তচাপ ও গ্যাস্ট্রিকজনিত সমস্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নেওয়া হয়।
এরপর রবিবার দুপুর ১২টার দিকে ধীরে ধীরে আবারো অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিস্থিতি বেগতিক দেখে পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. আব্দুর রাজ্জাক জানান, আগে থেকেই তার উচ্চ রক্তচাপ ও গ্যাস্ট্রিকজনিত সমস্যা রয়েছে। তিনি নিয়মিত ওষুধ সেবন করেন। শনিবার ঘুম কম হওয়া ও গ্যাস্ট্রিকজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়। আজ সকাল হঠাৎ করেই গায়ে প্রচণ্ড জ্বর আসে এবং ডায়রিয়া শুরু হয়। এ অবস্থায় তাকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়। পরে দুপুরে তাকে উন্নত চিকিৎসা দিতে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই