২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী হত্যার প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে বিক্ষোভ সমাবেশ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এসব আয়োজন করা হয়। পরে পরিষদের সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চনালয় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, শফি উদ্দিন, মহসিন আলী, স্বপন চন্দ্র, সরফুল হক উজ্জল, মুকুল হোসেন, মুক্তারিন জাহিদ সরকার, আনন্দ কুমার, শামীম শেখ, ফারুক কামাল, বকুল হোসেন, শাহিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সানোয়ার হোসেন মিলন, তারেক মাহমুদ, মোরশেদুল বারী, জুলফিকার আলী, মোখলেছুর রহমান, কালিপদ রায়, নিকুঞ্জু চন্দ্র, মিজানুর রহমান, মোজাম্মেল হক, কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিক লীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আবু তৌহিদ রাজীব প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল