২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ঝিনাইদহে আওয়ামী লীগের উদ্যোগে শোক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের পায়রা চত্ত্বর মোড়ে এসে র্যালিটি শেষ হয়। এরপর এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, তাহজীব আলম সিদ্দিকী এমপি, খালেদা খানম এমপি, সদর পৌরসভার নৌকার প্রার্থী আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তৈয়ব আলী জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, অশোক ধরসহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএম