২১ আগস্ট নিহতদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের সু-স্বাস্থ্য কামনা করে মোমবাতি প্রজ্জ্বলন করেছে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগ। বিকেলে জেলা স্বেচ্ছাসেবক লীগ এই কর্মসূচির আয়োজন করে। পরে নিহতদের স্মরণে নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে অংশ নেয় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আবু ওয়াফু তপুসহ জেলা উপজেলা পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মোমবাতি প্রজ্জ্বলন শেষে শহীদ মিনার চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ চত্বরে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/এএম