কুয়াকাটায় বন্ধুদের সাথে ঘুরতে এসে গোসলে নেমে লাশ হয়ে ফিরলেন মাহবুবুর রহমান পারভেজ (২৯) নামের এক পর্যটক। রবিবার সকালে ঢাকা থেকে কুয়াকাটায় ঘুরতে আসেন চার বন্ধু। নিহত পর্যটক পারভেজ ঢাকার রায়বাগ এলাকার বসিন্দা আব্দুর রহমানের ছেলে।
কুয়াকাটা জোনের ট্যুরিস্ট পুলিশের এএসপি মো. আবদুল খালেক জানান, ঢাকা থেকে সকালে চার বন্ধু কুয়াকাটায় পৌঁছান। বেলা ১১টার দিকে আমীর হোসেন ও মাহবুবুর রহমান পারভেজ দুই বন্ধু সাগরে গোসলে নামেন। একপর্যায়ে ঢেউয়ের টানে তারা দুজন তলিয়ে গেলেও আমীর হোসেনকে গোসলরত পর্যটকরা উদ্ধার করতে পারলেও পারভেজ নিখোঁজ হন। অনেক খোজাখুজির পর বিকের তিনটার দিকে জিরো পয়েন্ট থেকে আড়াই থেকে তিন কিলোমিটার পশ্চিম দিকে সাগরের মধ্যে থেকে তার লাশ পাওয়া যায়।
মহিপুর থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। নিহত পর্যটক পারভেজ একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
বিডি প্রতিদিন/নাজমুল