পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মিয়ারহাট বন্দরে অগ্নিকাণ্ডে ৪ টি গোডাউন ও একটি তিনতলা ভবনের নিচতলার আসবাবপত্র ভষ্মিভুত হয়েছে।
গতকাল রবিবার সন্ধ্যার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে স্বরূপকাঠি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
আগুনে ব্যবসায়ী ফারুক মিয়ার প্লাস্টিক, ইব্রাহিমের রশি, মোবাইলের দোকান ও গোডাউন, ব্যবসায়ী শাহাদাতের স্টেশনারি মালের গোডাউন সম্পূর্ণ পুড়ে গেছে। একই সাথে রিয়াজ হোসেন নামে একজনের বসত ঘরের আসবাবপত্র পুড়ে যায়।
এখনও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্টরা।
বিডি প্রতিদিন/নাজমুল