ফরিদপুরের বোয়ালমারীতে পিকনিকের টাকা না পেয়ে বাবা-মায়ের সাথে অভিমান করে রাজু মোল্যা (১৫)) নামের এক স্কুলছাত্র বিষপানে আত্মহত্যা করেছে।
মৃত স্কুলছাত্র রাজু উপজেলার ঘোষপুর ইউনিয়নের চন্ডিবিলা গ্রামের কোবাদ মোল্যার ছেলে। সে মধুখালী উপজেলার নওপাড়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (২০ আগস্ট) রাজুর স্কুলে পিকনিকের জন্য ২ হাজার টাকা ফিস দাবী করে। সে টাকা পরিবারের কাছে চাইলে তার বাবা টাকা দিতে গড়িমসি করলে রাগে আর ক্ষোভের ওই দিন রাতে কীটনাশক পান করে। পরের দিন রবিবার (২১ আগস্ট) সকালে তার পরিবারের লোকজন অসুস্থ অবস্থায় তার রুম থেকে ওই স্কুলছাত্রকে উদ্ধার করে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে বেশি অসুস্থ হয়ে পরলে রবিবার দিবাগত রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করলে পথিমধ্যে মারা যান।
এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, বিষপান করে রাজু নামের এক নবম শ্রেণির স্কুলছাত্র মারা যায়। থানায় তার পরিবারের লোকজন কোন প্রকার অভিযোগ করেননি। সে কারণে তার পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ