ময়মনসিংহের ফুলপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ আগস্ট) বিকাল সোয়া ৫টার দিকে ফুলপুর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে ওই কর্মসূচি পালিত হয়।
আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মীরা উপজেলা শহরে এসে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে যোগ দেয়। মিছিলটি ভাষা সৈনিক এম শামসুল হক চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর পুনরায় ওই চত্বরে এসে সমাবেশে যোগ দেয়।
এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মেয়র শশধর সেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রামাউসের নির্বাহী পরিচালক আব্দুল খালেক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা আওয়ামী লীগের সদস্য এটিএম মনিরুল হাসান টিটু, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ