টাঙ্গাইলের সখীপুরে ইভটিজিং, বখাটেপনা ও কিশোর অপরাধ নির্মূল করতে অভিযান চালিয়ে বেপরোয়া ১১ কিশোরকে আটক করেছে পুলিশ।
রবিবার (২১ আগস্ট) বিকেলে পৌর এলাকার কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের সতর্ক করে অভিভাবকদের মুসলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
এসময় অভিভাবকরা ছেলেদের উশৃঙ্খল পোশাক পরিহার করে অস্বাভাবিক লম্বা ও রং করা চুল কাটিয়ে তাদের বাসায় নিয়ে যায়।
আটককৃতরা হলেন- শাকিল (২৩), সাব্বির (১৮), আসলাম (২০), মারুফ (২০) আশিক (২১), আকাশ (১৮), শাকিব (২০), গোলাম রাব্বি (২০), রনি (১৯), ইমরান (২০), সুব্রত সরকার (২১)।
থানার পুলিশ উপ-পরিদর্শক (এস.আই) মো. মনিরুজ্জামান বলেন, বখাটেপনা, কিশোর অপরাধ, ইভটিজিং প্রতিরোধে স্কুলকলেজের আশপাশ থেকে ছাত্রীদের উত্যক্তকারী বখাটে ১১ কিশোরকে আটক করা হয়েছে।
সখীপুর থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের অভিভাবক ডেকে এনে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ