ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মিলন হোসেন (৪০) নামের এক গ্রাম্য চিকিৎসক নিহত হয়েছেন। রবিবার রাত ১০টার দিকে সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়নের নগর বাথানে ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও একজন আহত হয়েছেন।
নিহত মিলন মেহেরপুর পৌরসভার ঈদগাহ পাড়ার বাসিন্দা। আহত হোমিওপ্যাথিক চিকিৎসক খোকন হোসেন মেহেরপুর সদর উপজেলার কাশরিপাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে।
সদর থানার ওসি শেখ মোঃ সোহেল রানা জানান, নিহত ও আহত দুইজন খুলনা থেকে ঔষধ কিনে মোটরসাইকেল যোগে মেহেরপুর যাচ্ছিলো। পথিমধ্যে নগর বাথানে ব্রিজ পৌছানো মাত্রই বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাদের সাজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মিলন মারা যায়। ওই সময় স্থানীয়রা আহত খোকনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
বিডি প্রসতিদিন/ ওয়াসিফ