নরসিংদীর রায়পুরায় কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। ফলে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার দুপুর ১২টা ৪২ মিনিটে রায়পুরার দৌলতকান্দি রেলস্টেশনে আসার পর ট্রেনের ইঞ্জিনটি বিকল হওয়ার ঘটনা ঘটে। ট্রেনটি উদ্ধারে বিকল্প একটি ইঞ্জিন খবর দেয়া হয়েছে।
দৌলতকান্দি স্টেশনের স্টেশন মাস্টার সামসুল হক জানান, ঢাকা থেকে ছেড়ে আশা চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১২ টা ৪২ মিনিটে দৌলতকান্দি রেলস্টেশনে এসে ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। ট্রেনটিকে উদ্ধার করে নেওয়ার জন্য বিকল্প একটি ইঞ্জিন আনা হচ্ছে। ইঞ্জিনটি এলেই ট্রেন চলাচল স্বভাবিক হয়ে যাবে। তবে এখন পর্যন্ত একটি লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল