নরসিংদীর রায়পুরায় দশম শ্রেণির এক স্কুলশিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়া জীবন মিয়া নামে স্থানীয় এক যুবক তাকে অপহরণ করেছে বলে ওই স্কুলশিক্ষার্থীর পরিবার দাবি করেছে।
এই ঘটনায় আজ সোমবার সকালে রায়পুরা থানায় অভিযোগ দায়ের করেছেন অপহৃত কিশোরীর বাবা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
অপহৃত ওই স্কুলছাত্রীর পরিবাররের অভিযোগ, স্কুলে যাওয়া আসার সময় বখাটে জীবন প্রায়ই রাস্তা আটকে তাদের সন্তানকে উত্ত্যক্ত করতো। বিষয়টি একাধিকবার জীবনের পরিবারকে জানানো হয়। কিন্ত তারা কোনো ব্যবস্থা নেয়নি। রবিবার (২১ আগস্ট) বিকেলে স্কুল থেকে ফেরার পথে রায়পুরার লোচনপুর এলাকা থেকে জীবন ও তার চার সহযোগী একটি সাদা প্রাইভেটকারে করে জোরপূর্বক কিশোরীকে তুলে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, মেয়েকে না পেয়ে চারপাশে খোঁজ করতে থাকে অপহৃত স্কুলছাত্রীর পরিবার। পরে বিষয়টি অবগত হয়ে আজ সোমবার সকালে জীবন মিয়াকে প্রধান আসামি করে রায়পুরা থানায় মামলা দায়ের করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত জীবন মিয়ার এক বন্ধুকে আটক করেছে পুলিশ। একই সাথে তদন্ত করছে পুলিশ। অচিরেই মেয়েটিকে উদ্ধারসহ রহস্যের জট খুলবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ