সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি-এসিল্যান্ড) লিয়াকত সালমানের ওপর হামলা ও ইউএনওর গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৭৪ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার ভোর রাতে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পেশকার আব্দুল হাই বাদী হয়ে ৫৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১২০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। এদিকে রাতে পুলিশ অভিযান চালিয়ে সাতজন নারীকে আটক করেছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, রবিবার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের হলদিঘর এলাকায় খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্পের স্থান পরিদর্শনে যান শাহজাদপুরের ইউএনও এবং এসিল্যান্ড। গ্রামের প্রবেশের পরই গ্রামের নারী-পুরুষ একজোট হয়ে পথরোধ করে। এ সময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডায় এক পর্যায়ে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এসিল্যান্ড লিয়াকত সালমানের মাথা ফেটে যায়। এ সময় ইউএনওর গাড়ি ভাঙচুর করা হয়। এদিকে মামলা দায়েরের পরই ওই এলাকার মানুষের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে।
অন্যদিকে, এ ঘটনায় প্রশাসনের সাথে থাকা বহিরাগত কিছু লোক এবং পুলিশের লাঠিচার্জে শিশুসহ ৯ গ্রামবাসী আহত হয়েছে বলে দাবি করে গ্রামবাসী।
বিডি প্রতিদিন/ফারজানা