জ্বালানি তেল, পরিবহন ভাড়া, দ্রব্যমূল্যের বৃদ্ধি ও ভোলায় দুই ছাত্রদল নেতাকে হত্যার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মীরা।
সোমবার বেলা ১১টার দিকে জেলা শহরের পৌর সুপার মার্কেটস্থ জেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয় থেকে পৌর বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার, সহ-সভাপতি মোস্তফা হক প্রধান, সাধারণ সম্পাদক জহুরুল আলম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই