‘আর প্রতিশ্রুতি নয়, ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়ন চাই’ শ্লোগানে রাজশাহী-খুলনা ও রংপুর বিভাগের পেট্রোল পাম্প মালিকরা তিন দফা দাবিতে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতীকী ধর্মঘট পালন করছে। এ সময়ে মধ্যে মালিকরা সিরাজগঞ্জ বাঘাবাড়ী পদ্মা-মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে তেল উত্তোলন করবে না।
সিরাজগঞ্জ জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি আকবর হোসেন জানান, বর্তমান জ্বালানি তেলের দাম মূল্যবৃদ্ধির সঙ্গে আনুপাতিক হারে তেল বিক্রি কমিশন বৃদ্ধি করতে হবে। অয়েল ডিপো হতে ৪০ কিলোমিটারের বাইরে ট্যাংকলরি ভাড়া বৃদ্ধি করতে হবে এবং পেট্রোল পাম্পের ওপর আরোপিত কলকারখানা লাইসেন্স ও ফায়ার সার্ভিস লাইসেন্স প্রথা বাতিল করতে হবে। এই তিনটি দাবিতে দীর্ঘদিন আন্দোলন করছি। সরকারের পক্ষ থেকে শুধু আশ্বাসই দেয়া হয়, কিন্তু বাস্তবায়ন করা হয় না। আজকের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন রাজশাহী বিভাগের নেতৃর্বৃন্দ বসে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করবে।
সিরাজগঞ্জ মেসার্স পার্ক ফিলিং স্টেশনের নুর আলম খান জানান, বর্তমানে পাম্পে যে তেল মজুদ রয়েছে তাতে আজকের রাত পর্যন্ত চলবে। কাল বাঘাবাড়ী ডিপো থেকে তেল উত্তোলন করা না হলে পাম্প বন্ধ থাকবে।
মিরপুর ফিলিং স্টেশনের ম্যানেজার মিন্টু সেখ জানান, তেল উত্তোলন করা না হলে কাল বিকেল থেকে পাম্প বন্ধ রাখতে হবে। এতে পরিবহন সেক্টর চরম দুর্ভোগে পড়বে। মোটরসাইকেলের চালকরাও বিপাকে পড়ে যাবে। কৃষিক্ষেত্রে প্রভাব পড়বে।
বাঘাবাড়ী পদ্মা, মেঘনা ও যমুনা ওয়েল ডিপোর কর্মকর্তারা জানান, যথেষ্ট পরিমাণ তেল মজুদ রয়েছে। কিন্তু মালিকরা তেল উত্তোলন করছে না। এতে আমাদের তো কোনো কিছু করার নেই।
বিডি প্রতিদিন/ফারজানা