মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার আয়োজনে সোমবার দুপুরে সরকারি দেবেন্দ্র কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিসেস রুবিনা মালেক।
আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ আল মামুন, ড. ফিরোজ আহম্মেদ, কাজী রেহান সোবহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অসীম সরকার ও সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. রেজাউল হকসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/এমআই