দিনাজপুরের ঘোড়াঘাটে রেজাউল করিম নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে ঘোড়াঘাট পৌর এলাকার বালুপাড়া করতোয়া নদী সংলগ্ন আম বাগানের গাছের ডালে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা ঘোড়াঘাট পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে রেজাউল করিমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আনে।
মৃত রেজাউল করিম (৪০) ঘোড়াঘাট পৌরসভার আজাদ মোড় এলাকার চাতাল ব্যবসায়ি মৃত আবুল কালামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম