খুন, গুম ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ও ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর কোতয়ালী থানা বিএনপি। সোমবার দুপুরে নগরীর শাপলা চত্তর থেকে নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল বের করে গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়।
সেখানে মহানগর বিএনপির আহবায়ক অ্যাড. মাহফুজ-উন-নবী ডনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি নেতা নাজমুল আলম নাজু, জহির আলম নয়, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জীমসহ অন্যরা। সমাবেশে অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোসহ বিএনপি নেতার হত্যাকান্ডের সাথে জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবী জানান নেতৃবৃন্দরা।
বিডি প্রতিদিন/এএ