খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি সংসদ সদস্য (এমপি) দীপংকর তালুকদার বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের ষড়যন্ত্র বন্ধ হয়নি। এখনো নতুন নতুন নীল নকশা তৈরিতে তারা ব্যস্ত। তারা চায় না বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ এগিয়ে যাক। দেশের উন্নয়ন হোক। দেশের মানুষ শান্তিতে থাকুক।
সোমবার দুপুরে রাঙামাটির বরকল উপজেলায় মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দীপংকর তালুকদার বলেন, ষড়যন্ত্রকারীদের হাত থেকে বাদ পড়েনি পার্বত্যাঞ্চলও। তাদের ইন্ধনে পাহাড় এখন সশস্ত্র সন্ত্রাসীদের রাজত্বে পরিণত হয়েছে। খুন, গুম, হত্যা চাঁদাবাজির কাছে পাহাড়ের মানুষ জিম্মি। সরকারের হাতকে আরও শক্তিশালী করতে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করুন। দেশের মাটি থেকে, দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিতাড়িত করার এখনি সময়।
এসময় বরকল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও বরকল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সন্তোষ কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও বরকল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সবির কুমার চাকমা, বরকল উপজেলা সদরের চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা ও বরকল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জাফর ইকবাল।
এর আগে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনের মধ্যে অনুষ্ঠানের সূচনার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতারা।
বিডি প্রতিদিন/এমআই