জ্বালানি তেল ও পরিবহন ভাড়াসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এসময় ভোলায় পুলিশের গুলিতে দুই ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদও জানানো হয়।
সোমবার বেলা ১১টায় শহরের জেলা বিএনপির কার্যালয় থেকে সংগঠনটির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের চত্বরে সমাবেশে মিলিত হয়। এতে বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
রাঙামাটির পৌর বিএনপির সভাপতি এস এম শফিউল আজমের সভাপতিত্বে এতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই