দিনাজপুরের খানসামায় ধর্ষণচেষ্টার অভিযোগে প্রায় ৬০ বছর বয়সী শ্বশুরের গোপনাঙ্গ কেটে দিয়েছেন পুত্রবধূ। রবিবার দিবাগত রাতে উপজেলার সূবর্ণখুলী ছুরত আলী পাড়ায় শ্বশুর আ. মতিনের বাসায় এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয়রা জানায়, প্রায় ২১ বছর আগে একই এলাকার মহিশাহ পাড়ার নজু ইসলামের মেয়ের সাথে ছুরত আলী পাড়ার মতিনের ছেলে রশিদুল ইসলামের বিয়ে হয়। বিয়ে হওয়ার পর থেকেই শ্বশুরের খারাপ নজর পড়ে পুত্রবধূর উপর। বিষয়টি স্বামী ও পরিবারের সকল সদস্যকে জানালেও সমাধান হয়নি।
এই ঘটনার জেরে রবিবার রাতে ধর্ষণচেষ্টা করার সময় শ্বশুর আ. মতিনের গোপনাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কেটে দেন পুত্রবধূ। এসময় চিৎকার-চেঁচামেচি শুরু হলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, রবিবার দিবাগত রাতে এক বৃদ্ধ হাসপাতালে আহত অবস্থায় আসেন। তার গোপনাঙ্গ অর্ধেকেরও বেশি কাটা দেখতে পেয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ ঘটনায় ওই গৃহবধূকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই