ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কুখ্যাত ডাকাত এবং ১৩ মামলার আসামি মো. বোরহান হোসেনকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বোরহান উদ্দিন উপজেলার চুন্টা ইউনিয়নের দেওবাড়িয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বোরহানের বিরুদ্ধে সরাইল থানায় ১টি ছিনতাইসহ খুন, অস্ত্র আইন, ৫টি ডাকাতির প্রস্তুতি, ১টি চুরি, ২টি মারামারি ও আশুগঞ্জ থানায় ১টি ডাকাতির প্রস্তুতি, ২টি ডাকাতি মামলাসহ মোট ১৩ টি মামলা রয়েছে। ১৩টি মামলার মধ্যে ৫টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সে একজন কুখ্যাত খুনি, অস্ত্রধারী ও সন্ত্রাসী।
সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম