ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তীব্র ঢেউয়ের তোড়ে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় চলে যাওয়া বরগুনা ও পাথরঘাটাসহ উপকূলের যে সকল জেলেরা ভারতের কারাগারে বন্দি আছেন, তাদের ফিরিয়ে আনার দাবিতে পাথরঘাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কয়েক হাজার জেলে, মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি, ঘাট শ্রমিক ইউনিয়ন, বিএফডিসি মৎস্য আড়তদার মালিক সমিতি, বিএফডিসি মৎস্য পাইকার সমিতির সদস্যরা অংশ নেন। এছাড়াও নিখোঁজ জেলেদের স্বজনরাও উপস্থিত ছিলেন।
পরে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুফল চন্দ্র রায়ের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুম মিয়া, জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মন্নান আকন, সাধারণ সম্পাদক দুলাল হোসেন, পাথরঘাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, বিএফডিসি মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর জোমাদ্দার, সাধারণ সম্পাদক এনামুল হোসাইন, বিএফডিসি ঘাট শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. ফারুক আকন প্রমুখ।
বক্তারা বলেন, ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে গিয়ে অসংখ্য জেলে ভাসতে ভাসতে ভারতে চলে গিয়ে এখন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। আবার কয়েকশ জেলে এখনো নিখোঁজ রয়েছে। তাদের এখনো কোন সন্ধান পাওয়া যায়নি। যারা এখনও নিখোঁজ রয়েছেন; তারা মারা গেছে না জীবিত আছেন তা নিশ্চিত করে বলতে পারছেন না তাদের স্বজনেরা।
বক্তারা দ্রুত ভারত থেকে জেলেদের ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেছেন। এছাড়াও ভারতে থাকা জেলেদের ফিরিয়ে আনতে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী রয়েছেন ভারতে। সেখানে তিনি জেলেদের সাথে দেখা করতে চাইলেও এখন পর্যন্ত তাকে দেখা করতে দেয়া হয়নি।
বিডি প্রতিদিন/নাজমুল