সরকার কর্তৃক জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যর বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে গাজীপুর মেট্রো সদর থানা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাজীপুর মেট্রো সদর থানা বিএনপির আহবায়ক হান্নান মিয়া হান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা: মাজহারুল আলম, গাজীপুর মহানগর বিএনপির আহবায়ক সালাউদ্দিন সরকার ও সদস্য সচিব মো: সোহরাব উদ্দিন, গাজীপুর মেট্রো সদর থানা বিএনপির আহবায়ক হাসান আজমল ভূইয়া প্রমুখ।
এ সময় গাজীপুর মেট্রো, গাজীপুর মহানগর বিএনপির ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ