নেত্রকোনার পূর্বধলার একটি দুস্থ পরিবারকে ঘরের জন্য সরকারি টিন এবং নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এসময় দুর্গাপুরের দুস্থ মহিলা কল্যাণ সমিতিকে ১০০ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়।
সোমবার দুপুরে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারের দেওয়া টিন এবং খাবার বিতরণ করেছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
জানা যায়, পূর্বধলা উপজেলার সিজকান্দি গ্রামের একজন দুস্থ অসহায় ব্যক্তি আব্দুর রশিদ। তিনি ও তার পরিবারকে ঘর করে থাকার জন্য তিন বান্ডিল ঢেউটিন ও নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়। পাশাপাশি দুর্গাপুর উপজেলা দুস্থ মহিলা কল্যাণ সমিতিকে ১০০ শুকনো খাবার প্যাকেট প্রদান করা হয়েছে।
এসময় নেত্রকোনা স্থানীয় সরকারের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সুহেল মাহমুদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রুহুল আমীন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারসহ অন্যারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই