ঝিনাইদহের মহেশপুরে ব্যাগের ভিতর থেকে অজ্ঞাত নবজাতক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার উপজেলার গুড়দাহ বাজারের পাশে একটি ব্যাগের ভিতর নবজাতকের মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
শ্যামকুড় ইউপি চেয়ারম্যান জামিরুল হক জানান, গুড়দাহ বাজারের রাস্তার পাশে একটি ব্যাগের ভিতর নবজাতক ছেলে শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। স্থানীয়দের ধারণা ভূমিষ্ঠ হওয়ার পরেই শিশুটিকে গোপনে কোনও ব্যক্তি একটি ব্যাগের ভিতর লুকিয়ে ফেলে যায়।
মহেশপুর থানার এসআই সুব্রত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট করে লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে শিশুটি দুদিন আগে ভূমিষ্ঠ হয়। সে কারণে দুর্গন্ধ ছড়িয়ে পরে। তবে শিশুটির কোন পরিচয় পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/নাজমুল