রংপুর মেট্রোপলিট হাজীরহাট থানা এলাকার বক্তিয়ারপুর আদর্শপাড়া গ্রামে ঘাঘট নদ থেকে নব্বই বছর বয়সী এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ডের উত্তর কামদেবপুর এলাকার মৃত সমশের আরীর স্ত্রী অপি বেগম(৯০) ঘাঘট নদে ডুবে মারা যান। পরে তার লাশ উদ্ধার করা হয়।
রংপুর মহানগর হাজীরহাট থানার ওসি রাজিবুজ্জামান বসুনিয়া জানান, বৃদ্ধা পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ বিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম