কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে বিদশি ৫১৮ বোতল মদ হুইস্কি, ৫৬৭ ক্যান বিয়ার জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার সন্ধ্যা বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধীনস্থ টেকনাফ বিসিজি স্টেশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেন বিসিজি স্টেশান টেকনাফ কোস্টগার্ডের লেঃ কমান্ডার আশিক আহমেদ।
তিনি জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগর সংলগ্ন ছেঁড়াদ্বীপ এলাকায় মাদকের একটি বড় চালান লুকায়িত রয়েছে। এমন তথ্যে সেন্টমার্টিন কোস্টগার্ডের একটি দল ঐ এলাকায় অভিযান চালায়। ছেঁড়া দ্বীপের দক্ষিণ জঙ্গলে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২২টি বস্তা দেখতে পাওয়া যায়।বস্তাগুলো তল্লাশি করে ৫১৮ বোতল বিদেশি মদ হুইস্কি, ৫৬৭ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এএ