পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে সবুজ (২৭) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। সোমবার দুপুর দুইটার দিকে সৈকতের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিখোঁজ সবুজের বাড়ি শরিয়তপুর জেলার শাহজাহানপুর এলাকায়। নিখোঁজ যুবক একটি মোবাইল কোম্পানিতে কর্মরত ছিল। বর্তমানে তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানিতে কর্মরত ৫৫ জনের একটি গ্রুপ বগুড়া থেকে আজ সকালে কুয়াকাটায় ঘুরতে আসেন। পরে তারা হোটেল ওঠেন। দুপুর দুইটার দিকে তাদের মধ্যে তিন সহকর্মী সৈকতে গোসলে নামেন। এসময় ঢেউয়ের তোড়ে তারা তিনজনই সাগরের মধ্যে চলে যায়। পরে স্থানীয় ওয়াটার বাইক চালকরা দুইজনকে উদ্ধার করতে সক্ষম হলেও নিখোঁজ হয় সুবজ।
কুয়াকাট ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক সাংবাদিকদের জানান, নিখোঁজ পর্যটক উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ অভিযান চালাচ্ছে।
এর আগে, গতকাল দুপুর একটার দিকে একই স্থানে পারভেজ নামে আরও এক পর্যটক নিখোঁজ হয়। পরে বিকালে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্ট থেকে লাশ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এমআই