নাটোরের লালপুরে আজিমনগর রেলওয়ে স্টেশনের কার্যক্রম জনবল সংকট দেখিয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুর থেকে স্টেশনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। স্টেশনটির স্টেশন মাস্টার মাসুম আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্টেশনের অপারেশনাল কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে আব্দুলপুর ও ঈশ্বরদী স্টেশনে যুক্ত করা হয়েছে। এছাড়া স্টেশনে সকল ট্রেনের স্টপেজ আগের মতই বহাল থাকবে। টিকিট বিক্রির কার্যক্রম হয়তো চালু থাকবে।
বিডি প্রতিদিন/এমআই