খুন, গুম ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিসহ ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলা বিএনপির উদ্যেগে চিনিশপুর বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন।
সদর উপজেলা বিএনপিরর সভাপতি আবু সালহে চৌধুরী সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী, এড. বাছেদ, গোলাম কামাল, ফারুক উদ্দিন ভূইয়া, খবরিুল ইসলাম, কবির হোসেন, চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদা হোসেন প্রমুখ। এসময় জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিএনপির অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ উপলক্ষে বিএনপির শত শত নেতাকর্মী ও সমর্থক সমাবেশে অংশ নেয়।
বিডি প্রতিদিন/এএ