সাতক্ষীরায় ভারত থেকে পাচার করে আনা সাড়ে ১২ কেজি রূপার গহনা ও মোটরসাইকেলসহ ফিরোজ হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। জব্দ করা রূপার বাজার মূল্য প্রায় ১৩ লাখ টাকা।
সোমবার সাতক্ষীরা সদর উপজেলার সাতানী এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
আটক ফিরোজ হোসেন সাতক্ষীরা পৌরসভার চালতেতলা বাগান বাড়ি এলাকার আব্দুল ছাত্তারের ছেলে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ এস.এম. কাইয়ুম জানান, ভারত থেকে অবৈধভাবে রূপা পাচার করে আনার গোপন সংবাদের ভিত্তিতে সাতানী এলাকায় ফিরোজ হোসেনের গতিরোধ করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে সাড়ে ১২ কেজি ওজনের রূপার গহনা জব্দ করা হয়। এরপর তাকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন