সরকার কর্তৃক জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্য বৃদ্ধি এবং পুলিশ কর্তৃক ছাত্রনেতা হত্যার প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। আজ সোমবার দুপুর ১২টার দিকে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নে নয়াবাজারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির সদস্য আফতাব হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন।
বিডি প্রতিদিন/এএ