গাজীপুরে এক বহুতল ভবনের ৫ম তলায় গড়ে তোলা হয়েছিল চোলাই মদ তৈরির বিশাল কারখানা। সোমবার ওই কারখানা থেকে বিপুল পরিমাণ কেমিক্যালসহ মদ তৈরির সরঞ্জমাদি ও তৈরি চোলাই মদ জব্দ করে পুলিশ। এসময় এক দম্পতিসহ ১২ জনকে আটক করা হয়।
সোমবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ-উত্তর) রেজওয়ান আহমেদ এ তথ্য জানিয়েছেন। এসময় সহকারি কমিশনার (সদর জোন) রিপন চন্দ্র সরকার ও সহকারি কমিশনার (অপরাধ ও মিডিয়া) আবু সায়েম নয়ন উপস্থিত ছিলেন।
জিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ-উত্তর) রেজওয়ান আহমেদ জানান, গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন ল²ীপুরা মধ্যপাড়া এলাকার ৬ তলা বাড়ীর ৫ম তলার সব ক’টি ইউনিট (৪টি) ভাড়া নিয়ে সেখানে চোলাই মদ তৈরীর বিশাল কারখানা গড়ে তোলে ক'জন মাদক ব্যবসায়ী। এ গোপন সংবাদ পেয়ে জিএমপি’র সদর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে দুই নারীসহ ১২ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- রাঙ্গামাটি জেলার ধনমনি চাকমা ও তার স্ত্রী রুনা চাকমা, একই জেলার পহেল চাকমা ও রিতন চাকমা, খাগড়াছড়ি জেলার মংসান মারমা, একই জেলার অনিল চাকমা, বিবরন চাকমা, এপোলো চাকমা, লোচন চাকমা, নার্সি চাকমা ও স্মৃতিময় চাকমা এবং নোয়াখালী জেলার হাতিয়া এলাকার রাতুল মিয়া। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম