পটুয়াখালীর দুমকিতে উপজেলা আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উপজেলার হলপট্রি (সিনেমা হল) পদ্মা ব্যাংক সংলগ্ন ৪শ’ গজ এলাকার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান।
ওই আদেশ জারির পর পরই উপজেলা চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আদেশে জনগণের নিরাপত্তা রক্ষার্থে হলপট্রি পদ্মা ব্যাংক সংলগ্ন ৪শ’ গজের মধ্যে ১৮৯৮-এর ১৪৪ ধরা অনুযায়ী সকল ধরনের সভা-সমাবেশ, মিছিল-মিটিং ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়।
উল্লেখ্য, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দুমকি উপজেলা বিএনপি মঙ্গলবার সকাল ১০টায় হলপট্রি এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করার ঘোষণা দেয়। কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সভাপতি এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর উপস্থিত থাকার কথা ছিল। একই সময় একই স্থানে উপজেলা আওয়ামী লীগ পাল্টা বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।
বিডি প্রতিদিন/নাজমুল