দিনাজপুরের ঘোড়াঘাট ও ফুলবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবলসহ তিনজন নিহত হয়েছে।
মঙ্গলবার ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ীর বর্মচারী এবং ঘোড়াঘাটে এসব দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
নিহতরা হলেন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার আব্দুর রাজ্জাক শেখের ছেলে আব্দুল হাকিম (৩২) ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওদাপাড়া ডাঙ্গাপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে আশিক আলী (২৩) এবং ঘোড়াঘাট থানার কনস্টেবল ফারুক ইসলাম (৩৮) ।
ফুলবাড়ী থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, মঙ্গলবার ভোর ৪টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বর্মচারী এলাকায় ঢাকা থেকে দিনাজপুরগামী একটি বাসের সঙ্গে ভুট্টাবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চালক ও একজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনাার পর ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধার করা হয় বলে জানান তিনি।
এর আগে মঙ্গলবার ভোর ৩টার দিকে ঘোড়াঘাটে দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জগামী মালবোঝাই একটি ট্রাকচাপায় রাত্রীকালীন ডিউটি পালনকালে কনস্টেবল ফারুক ইসলাম প্রাণ হারান।
ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বলেন, দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে রাত্রীকালীন টহল দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ফারুক ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ট্রাকচালকের সহকারীকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা