রাঙামাটিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মুক্তার (২৫)।
মঙ্গলবার দুপুর একটার দিকে শহরের তবলছড়ি বাজার চত্বরে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি শহরের তবলছড়ি বাজার চত্বরে একটি বিদ্যুতের খুঠিতে ওয়াইফাই এর তার ঠিক করতে ওঠেন মুক্তার। কিন্তু হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে ছিটকে পড়েন তিনি। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
রাঙামাটি কতোয়ালী থানার কর্মকর্তা ওস মো. কবির হোসেন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনও কোনও অভিযোগ আসেনি মুক্তারের পরিবারের পক্ষ থেকে। পরিবারের সিদ্ধান্তের উপর ভিত্তি করে ময়নাতদন্ত হবে।
বিডি প্রতিদিন/কালাম