বগুড়ার সোনাতলায় পুলিশের অভিযানে গাঁজার গাছসহ ১ জন ও ১ গ্রাম হোরাইনসহ ১ জন এবং গরু চুরির চেষ্টাকালে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোনাতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, সোনাতলা থানা পুলিশের একটি টিম ২২ আগস্ট রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার চমরগাছা এলাকায় গরু চুরির চেষ্টাকালে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মেছট গ্রামের মোজাম্মেল মন্ডলের ছেলে জিলদার হোসেন নিরব (৩০), গাঁজার গাছসহ সোনাতলা উপজেলার উত্তর দিঘলকান্দি গ্রাম থেকে শহিদুল প্রামানিকের ছেলে মোমিন প্রামানিক (৩৫) ও সোনাতলা পৌর এলাকার গড়ফতেপুরে সরকারি নাজির আখতার কলেজ গেট সংলগ্ন এলাকা থেকে ১ গ্রাম হেরোইনসহ উপজেলার রানীরপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে সবুজ মিয়া (৩২)। এদের মধ্যে জিলদার রহমানের বিরুদ্ধে আগে থেকেই চুরির মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ দুপুরে বগুড়ায় কোর্টে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ