কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক সবুজের (২৭) মরদেহ দীর্ঘ ২০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সৈকতের শুটকি পল্লী সংলগ্ন সমুদ্রে জালে আটকে থাকা অবস্থায় তার লাশ দেখতে পায় জেলেরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশ মরদেহটি উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
সবুজ আইটেল মোবাইল কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি বগুড়া জেলার শাহজাহানপুর এলাকার মৃত সিরাজুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আইটেল কোম্পানির ৫৫ জনের একটি গ্রুপ বগুড়া থেকে সোমবার সকালে কুয়াকাটায় আসেন। দুপুর দুইটার দিকে তাদের মধ্যে সবুজসহ চার সহকর্মী সৈকতে গোসলে নামেন। এসময় ঢেউয়ের তোড়ে তারা চার জনই সাগরের মধ্যে চলে যান। পরে স্থানীয় ওয়াটার বাইক চালকরা তিন জনকে উদ্ধার করতে সক্ষম হলেও সাঁতার না জানায় নিখোঁজ হন সুবজ।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, নিখোঁজের পর পরই ফায়ার সার্ভিসের সহযোগিতায় ট্যুরিস্ট পুলিশ উদ্ধারে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে। কিন্তু তাৎক্ষণিক তাঁকে খুঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে জেলেদের জালে তার মরদেহ আটকা পড়ে।
মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মো.আবুল খায়ের বলেন, পরিবারের কোন আপত্তি না থাকায় প্রাথমিকভাবে সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে তুলে দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল