জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাগুরা জেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা-ঝিনাইদহ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু ও সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু।
আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা শাখারুল ইসলাম শাকিল, রাশেদ মাহমুদ শাহীন, রানা আমীর ওসমান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ আহাদ, সাকিব হাসান তুহিন, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এমআই