সিরাজগঞ্জের কামারখন্দে রেলসেতুর পাশে পড়ে থাকা একটি ব্যাগের মধ্যে থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার আলোকদিয়ার রেলসেতু এলাকা থেকে পুলিশ ওই নবজাতক শিশু ছেলেটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, আলোকদিয়া গ্রামের আসমা বেগম নামে এক নারী রেলসেতুর পাশে ব্যাগের মধ্যে থেকে একটি নবজাতক শিশুর কান্না শুনতে পায়। পরে সে এগিয়ে গিয়ে ব্যাগ খুলে শিশুটিকে জীবিত অবস্থায় দেখতে পায়। এরপর স্থানীয়রা পুলিশকে অবগত করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছে নবজাতক শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তিনি আরো জানান, শিশুটিকে কে বা কারা ফেলে রেখে গেছে সে বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুজ আলী জানান, নবজাতক ওই শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নবজাতকের জন্য দুধসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেওয়া হয়েছে। পরে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমনুল হক জানান, নবজাতক ওই শিশুটির শারীরিক অবস্থা ভালো আছে। কিন্তু সে শঙ্কামুক্ত নয়।
বিডি প্রতিদিন/এএম