বগুড়ায় নকল বই বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সুমন বুক প্যালেস নামে লাইব্রেরির মালিক নুর আলমকে এই অর্থদন্ড দেয়া হয়। মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের থানামোড় এলাকার পুরাতন বই বিক্রির গলিতে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
অভিযান বিষয়ে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, মঙ্গলবার নকল ও ভেজালের বিরুদ্ধে জেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সদর থানা রোড এলাকায় নকল গাইড বই প্রস্তুতের অভিযোগে সুমন পাবলিকেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা মালিক নুর আলম পরিশোধ করেছেন। এসময় জেলা পুলিশের একটি টিমের সহযোগিতা করেছে। বগুড়া জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নকল ও ভেজালের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এএ