কক্সবাজারে সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি জীবিত ডলফিন। মঙ্গলবার দুপুরে ইনানীর পাটুয়ারটেক সমুদ্র সৈকতে ভেসে আসে এই ডলফিন। ভেসে আসা ডলফিনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
কক্সবাজার পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, দুপুরের দিকে ইনানী পাটুয়ারটেকের একটু পর সমুদ্র সৈকতে একটি ডলফিন দেখতে পান স্থানীয় জেলেরা।
খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে সেখানে দায়িত্বরত সমুদ্র সৈকতের কর্মীদের পাঠানো হয়। পরে তারা ডলফিনটি জীবিত দেখতে পেয়ে সাগরে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ডলফিনটি আবার তীরে ফিরে আসে।
তবে ডলফিনের পেট ও শরীরের কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন আছে। যার কারণে ডলফিনটি দুর্বল হয়ে গেছে। এই জলজ প্রাণীটিকে সমুদ্র সৈকতের কর্মীদের হেফাজতে রাখা হয়েছে। একই সাথে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে খবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই